আজ শুক্রবার দুপুর ১:৩০ টা আফতাবুর রহমান শাহীন (৫২) ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ২০/২৫ দিন আগে হঠাৎ জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। চাকতাই আমিনুর রহমান রোডস্থ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জুলেখা আমিনুর সিটি কর্পোরেশন স্কুল ও বায়তুন নুর মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম নুরুর রহমানের পুত্র। স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও প্রিয়জন রেখে যাওয়া ‘শাহীন’ একজন নির্ভীক সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আজ রাত ১১:৩০ চাকতাই নয়া মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান চট্টগ্রাম চেম্বার পরিচালক খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা ছৈয়দ ছগীর আহমদ, চাকতাই ট্রেড এসোসিয়েশনের সভাপতি এম. এ হায়দার চৌধুরী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, সমাজ কমিটির সভাপতি জসিম উদ্দিন মিন্টু, চট্টগ্রাম ডাল ব্যবসায়ী নেতা এস এম সেলিম প্রমুখ।