তন্ময় দেবনাথ
রাজশাহীতে বাড়িতে গাঁজার গাছ রাখার অপরাধে মিজানুর হোসেন(৪৭) নামে এক ব্যক্তি এবং তার জামাতা আমজাদ হোসেনকে(২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর ছোটবন গ্রাম পূর্বপাড়া মহল্লায় মিজানুর হোসেনের বাড়িতে এই অভিযান চালায় চন্দ্রিমা থানা পুলিশ।
গত রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এসময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। তাই তার বাড়ি থেকে জামাই শশুর কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জামাতা আমজাদের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সাহাপুর গ্রামে।
রাজশাহীতে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন।তাদের দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।