নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে সাধারণ মানুষের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের ডেফোডিল স্কুল চত্ত্বরে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপির সার্বিক সহযোগীতায় সামাজিক দুরত্ব বজায় রেখে এই সব ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। এসময় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের পরিচালনায় জেলা ছাত্রলীগের সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত ছিলেন। এসময় প্রায় শতাধিক সাধারণ মানুষের মাঝে ত্রাণ-সামগ্রীর চাল, ডাল, তৈল, লবণ, চিনি বিতরণ করা হয় এবং মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।