বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বাদে মাগরিব এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খালেদ মাহমুদ, এরশাদ উল্লাহ, আবদুল জলিল, আরেফিন রিয়াদ, মোঃ ইসমাইল, আবদুল মান্না হৃদয়, মোহাম্মদ জোবাইর, আবদুল গফুর, শফিউল আলম, ইসহাক মাহমুদ, শহীদুল আলম, রবিউল হোসেন রানা সহ প্রমুখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ওসুস্থতা ওল কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা আবদুল করিমের পরিচালনায় বিশেষমুনাজাত অনুষ্ঠিত হয়।