প্রতিবাদ সভায় কোতোয়ালি থানা ছাত্রদল চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালি থানা ছাত্রদলের উদ্যোগে ১২ এপ্রিল, সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরশে আজিম আরিফের সভাপতিত্বে এবং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ রনির সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সৈয়দ বশর, মহানগর যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুবরাজ। সভায় আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন খান রাজিব, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের নগর শাখার সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, মোঃ ডালিম, আব্দুল মালেক, জসিম উদ্দিন, বেলাল আহমদ, মোঃ রহমত উল্লাহ, হারুন উর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান ডাঃ শাহাদাত হোসেনের নিঃশর্তে মুক্তির দাবি জানিয়ে বলেন-ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রের শিকার চট্টগ্রাম চিকিৎসক সমাজের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বিগত
করোনাকালীন সময়ে টেলিমেডিসিন সেবার মাধ্যমে জনগণের দারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছিল। সরকার ঈর্ষান্বিত হয়ে জনগণকে চিকিৎসা বঞ্চিত করার জন্য অন্যায় ভাবে মামলা দিয়ে
ডা. শাহাদাত হোসেনকে আটক করে রেখেছে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। তিনি ডাঃ শাহাদাত হোসেন ও অন্যান্য সকল রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান অন্যথায় আন্দোলনের
মাধ্যমে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।