ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশন উদ্যোগে স্টেশন রোডস্থ গাজী সৈয়দ ভঙ্গী শাহ(রহ.) এর মাজার প্রাঙ্গণে হযরত মা ফাতেমা (রাঃ) এর বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান আজ ১৭ এপ্রিল, ফাউন্ডেশন সভাপতি মাওলানা মুছা কাদেরী এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নির্বাহী সদস্য কাজী মুহাম্মদ আরাফাত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাজার দরগাহ সংস্কার ও সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, ফাউন্ডেশনর মহাসচিব এস এম নিজাম উদ্দীন, জাহাঙ্গীর আলম আলকাদেরী প্রমুখ। বক্তারা বলেন-মা ফাতেমা (রাঃ) হলেন বেশেহতের মেয়েদের সর্দার, উনার সততা, ত্যাগ ও ধার্মিকতা সমাজের প্রত্যেহ স্তরের বাস্তবায়নে মধ্যে আমরা বৈশিক এই মহামারী নামক কঠিন গজব থেকে পরিত্রাণ পাব। উল্লেখ্য ইমাম শেরে বাংলা খন্দকীয়ার ময়দানে ওহাবীদের কতৃক নির্মমভাবে আহত হওয়ার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হলেও কর্তব্যরত চিকিৎসক শাহাদাতবরণ করছেন ঘোষনার কয়েক ঘন্টার পর হযরত মা ফাতেমা (রহ.) এর দোয়ায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাম গাজী শেরে বাংলা (রহ.) কে পুনরায় হায়াত দান করেন। পরিশেষে মাজার জিয়ারত, খতমে গাউসিয়া, মিলাদ কিয়াম ও মোনাজাতে শাহসুফী ইয়াকুব মাস্তান চিশত্ ি(মজিআ) এর জন্য বিশেষ দোয়া করা হয়। পরবর্তী তাবারুক হিসেবে উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়।