রাজশাহীতে একটি ডোবায় ড্রামের ভিতরে এক তরুণির লাশ পাওয়া গেছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হবে।
শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটি হাট এলাকায় একটি ডোবাই লাশ ঢোকানো ড্রামটি পাওয়া যায়। সকাল ৯ টার দিকে সিটি হাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে, রাজশাহীর আমচত্তর কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডুবাই ড্রামের ভেতর পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ, পিবিআই এবং সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর লাশটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান।নগরীর শাহামখদম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম খান বলেন,মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় শ্বাসরোধ করে হত্যার পরে লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল,আমরা আশেপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি।এ বিষয়ে থানায় হত্যা মামলা হচ্ছে বলেও জানান তিনি।