বাংলাদেশ আওয়ামী যুবলীগ চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি মুহাম্মদ আকতার হোসাইনের মাতা মোছাম্মৎ আনোয়ারা বেগম (৭০) ১৭ এপ্রিল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমার নামাজে জানাজা ঐদিন বাদে জোহর হারলা সাত ভাইয়ের পাড়া মা ফাতেমা (র.) জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী, পৌরসভার আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাউন্সিলর লোকমান হাকিম, বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক লিঃ বৃহত্তর চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক লায়ন আজগর আলী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।