চন্দনাইশ সাতবাড়িয়া হাজীর পাড়া একতা সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন রোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় গত ১০ এপ্রিল শনিবার সাতবাড়ীয়া বার আউলিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেপারীপাড়া সরাসরি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী মুহাম্মদ শওকত। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহাফুজ, আজিজুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুল রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম সাগপ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, কাজী জাফর, সদস্য বেলাল, ফরমান তালুকদার, সিফাত সাকিব, এ.বি.এস ফাহিম ও তানভীর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজীর পাড়া একতা সংঘের এই কার্যক্রম অত্যন্ত সময় উপযোগী। বর্তমান সময়ে ধনীরা সুষ্ঠুভাবে যাকাত না দেওয়াতে সমাজে এখনো দরিদ্রতা বিদ্যমান। রমজান মাস সিয়াম সাধনার ও তাকওয়ার মাস, কল্যাণ এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের মাস রমজান। সুষ্ঠভাবে যাকাত দিলে দরিদ্রতা হ্রাস পাবে।