চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সহ-সভাপতি, মোহাম্মদ আরশাদ উল্লাহর পিতা সমাজসবক আলহাজ্ব মুহাম্মদ নুর (৮৩) ১১ এপ্রিল, রবিবার দুপুর ১২ টায় নগরীর নন্দনকাননস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের ১ম নামাজের জানাযা ওই দিন বিকাল ৪ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে, ২য় নামাযে জানাযা বাদে এশা নিজ গ্রাম চন্দনাইশ পৌরসভা হাজিরপাড়া ইয়াকুব-মরিয়ম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে চন্দনাইশ সমিতির চট্টগ্রামের পৃষ্ঠপোষক রোটারিয়ান মাহবুবুল আলম, ট্রাস্ট্রি বোর্ড চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য ইসমাঈল চৌধুরী হানিফ, উপদেষ্টা একরাম হোসেন, সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।