বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এড. এইচ এম জিয়াউদ্দীন, যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ পরামর্শক্রমে সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের আস্থাভাজন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষদের মাঝে ধারাবাহিক করোনা সচেতনতা কর্মসূচি ও করোনা সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মকসুদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আহদে, সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আসিবুল আলম, সাইফুল ইসলাম মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ আরিফ মঈনুদ্দীন, স্বেচ্ছাসেবক লীগনেতা জানে আলম, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।