রাজশাহীর বাঘায় দুই যুবককে বিদেশী রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার আশরাফপুর গ্রাম থেকে একটি বিদেশী রিভলবার ও ৭রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুর পর বাঘা থানার পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।রেপিড একশন ব্যাটালিয়ন এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামিক প্রামাণিকের ছেলে কামরুল ইসলাম ৩৫ এবং চাঁদপুর বেঙ্গ গাড়ি গামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি কে২৮গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতেআশরাফপুর গ্রামে রেপিড একশন ব্যাটালিয়ন৫ এর নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।তাদের কাছ থেকে অস্ত্র ওগুলি ছারাও একটি মোটর সাইকেল, ২টি মোবাইল সেট,চারটি সিম কার্ড এবং নগদ ৬০০টাকা জব্দ করা হয়েছে। তবে গ্রেফতার দুই যুবকের মধ্যে ফাইজুল ইসলাম জনি মাইটিভির বাঘা -চারঘাট উপজেলা সংবাদদাতা বলে পরিচয় দেন।বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান এ ঘটনায় রেপিড একশন ৫ এর উপ-পরিদর্শক (এসঅাই) আলাউদ্দীন বাদি হয়ে রবিবার বেলা ১২টার দিকে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছেন।আসামিদের থানায় হস্তান্তর করেছেন।আদালতের মাদ্ধোমে তাদের জেল হাযতে পেরণ করা হয়।