রাউজান ডাবুয়া (যুব) নব দিগন্ত ক্লাবের উদ্যোগে বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক কামরুল হাসান বাহাদুর এর রোগমুক্তি কামনায় দোয়া মাহাফিল ১০ এপ্রিল সকালে (যুব) নব দিগন্ত ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক মুহাম্মদ মনছুর আলম জিহান, ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, হাফেজ মোঃ শাহাদাত হোসেন, হাফেজ মোঃ হাবিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ বোরহানউদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা পিয়ার মুহাম্মদ, মুহাম্মদ শাহারাজ মনির (আকিব) সহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ। দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশে করোনার ভয়াবহতা ও করোনার আক্রমণ দিন দিন বেড়েই চলছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষ বিনা কাজে ঘরের বাইরে যাতে ঘুরাফেরা করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কারো কাছে রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার এবং মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বোরহানউদ্দিন।