বাঘা বাড়ীর একটি খামারে ৯টি ছাগল মারা গেছে। এটির মালিক দীন মোহাম্মদ দুখু বলে জানা গেছে। যার আনুমানিক মূল্যে নয় লক্ষ টাকা বলে ধারণা করেছে এলাকাবাসী।
দীন মোহাম্মদ দুখু বলেন, আমার খামারে রাতের আধারে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ৯টি ছাগল মারা গেছে। ছাগল গুলোর মধ্যে ৩টি ছাগল দুই /এক সপ্তাহের মধ্যে বাচ্চা প্রসব করার সময় ছিল।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত)আবদুল বারি বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এই বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।