চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনোনিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবীন আইনজীবী আব্দুল গফুর তালুকদার। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোজাহিদু ইসলাম, আবু সুফিয়ান, নাজিম উদ্দীন বাদশা, মাহাম্মদ আনছার উদ্দিন,মোহাম্মদ নুর উদ্দিন, মো. শাহাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক। কমিটিতে সদস্য করা হয়েছে মো. তারেক, মো. আলী হোসেন, মিজানুর রহমান, মো. শাহজাহান, বদিউল আলম, আব্বাস উদ্দীন, ঝুন্টু শীল, ডা. রেজাউল করিম, মোস্তাক সিকদার, সাইফুল ইসলাম, ইসমাইল বাবু, মিজানুর রহমান মিজান, আব্দুল মান্নান, এ.কে এম হোছাইনুল হক, নাজিম উদ্দীন, হামিদ হোসেন, আতিকুর রহমানসহ ২৫ জনের উক্ত কমিটি গত ১ এপ্রিল উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক নুরুল কবির সলিল, যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জামিল উদ্দীন, যুগ্ম আহ্বায়িক মিজানুর রজমান মিজানের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেন। নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাতকানিয়া-লোহাগাড়ার এমপি প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগে কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।