ফেনীর রামপুরে ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে র্যাব।
সোমবার ৫ এপ্রিল বিকালে স্থানীয় পৌর এলাকার রামপুরস্থ তাজ ফার্মেসী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে লাগেজ ও বস্তা মোড়ানো অবস্থায় ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের ঘটনায় জড়িত সন্দেহে প্রাইভেট কারে থাকা ওবায়দুর রহমান ও তার স্ত্রী ববি আক্তার এবং মোহাম্মদ কাইফ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জেলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. ওবায়দুর রহমান সাবু মণ্ডল (৩৫) ও তার বউ ববি আক্তার (৩২) ও কক্সবাজারের নোমানিয়াচড়া এলাকার মৃত হোসেন আহম্মেদের ছেলে মো. কায়েস (২৫)।
ফেনী র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক প্রাইভেটকারটি থামানের সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।