নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মেহেফুজুল আলম সুমন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেফুজুল আলম সুমন উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাঁদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেফুজুল আলম দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন
মানুষদের জিম্মি করে টাকা আদায় করত। কিছুদিন পূর্বে উপজেলার বিল করিল্যা গ্রামের মনোরঞ্জন মাষ্টারকে জিম্মি করে ১০ লক্ষ টাকা পাওনা মর্মে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন
ছিনতাই, অনিয়ম ও জমি জবর দখলের অভিযোগ রয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মেহেফুজুল আলম দীর্ঘদিন থেকে সাধারণ মানুষজন হেনেস্তা হয়ে আসছিল। তার বিরুদ্ধে
ব্যাপক দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ছিল। রোববার সন্ধ্যায় আটকের পর ভুক্তভোগী মনোরঞ্জন মাষ্টার ও মতিউর রহমান তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।