আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোতোয়ালী থানা শাখার সহ-প্রচার সম্পাদক, মাওলানা এইচ.এম. নিজাম উদ্দিন আশরাফীর পিতা প্রবীন আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আবদুল গনি সিরাজী (৭৪) গত কাল বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাযা ২৬ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আনোয়ারা চুন্নাপাড়া হাজামপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোতোয়ালী থানা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আবছার আল-কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ কাদেরী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জেহাদী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ যে মাওলানা আবদুল গনি নগরীর চান্দগাঁও মৌলভী পুকুরপাড় জামে মসজিদ, সদরঘাট, দারগাহাট জামে মসজিদ ও বন্দরটিলা বক্সআলী মুন্সী জামে মসজিদের সাবেক খতিবের দায়িত্ব পালন করেছেন।