সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপির সাক্ষাৎ না হওয়ায় নানা আলোচনা ছড়িয়েছে রাজনীতিতে। বলা হচ্ছে, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সাক্ষাতের সুযোগ পেলেও বিএনপির না পাওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ রাজপথের বিরোধী দল বলে পরিচিত বিএনপি এ দেশের রাজনীতিতে এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দলটির নেতারা বলছেন, ‘তাঁরা দলগতভাবে নিজেরা আগ্রহী হয়ে মোদির কাছে সময় চাননি। তাই সাক্ষাৎও হয়নি।’
জানতে চাইলে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে কৌশলী জবাব দেন। তিনি বলেন, ‘এতটুকু জানি বিএনপির সঙ্গে সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর কোনো সাক্ষাত্সূচি নেই।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টি বা ১৪ দল তো বিরোধী দল নয়। তারা সরকারি দলের অংশ। সরকারই ওই সাক্ষাতের ব্যবস্থা করেছে। এখানে আমাদের বলার কী আছে!’
তবে ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বেশ স্পষ্ট করেই বলেন, ‘আমরা তো সাক্ষাতের বিষয়ে আগ্রহ দেখাইনি। আমাদেরকে নানা কর্নার থেকে বলা হয়েছে যে আমরা চাইলে সফররত প্রধানমন্ত্রী সাক্ষাৎ দেবেন। কিন্তু আমরা চাইব কেন? লেজ কেটে দিলে তো সাক্ষাৎ পাওয়াই যেত।’ ‘তা ছাড়া সফররত প্রধানমন্ত্রী মোদির আইটেনারিতে (সফরসূচি) বিএনপির সঙ্গে সাক্ষাতের সুযোগ রাখা হয়নি। তাই এর বাইরে গিয়ে দেখা করাটা আমরা যুক্তিযুক্ত মনে করিনি’ বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
ফরেন অ্যাফেয়ার্স কমিটির আরেক সদস্য ড. আসাদুজ্জামান রিপন কালের কণ্ঠকে জানান, ‘যেহেতু সাক্ষাতের ব্যাপারে বিএনপি অফিশিয়ালি আগ্রহ দেখায়নি, সেহেতু মোদির সফরসূচিতে বিএনপির থাকারও কারণ নেই।’ ‘তা ছাড়া করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন ৩৩-৩৪ জন করে মানুষ মারা যাচ্ছে। এ জন্য বিএনপি সুবর্ণ জয়ন্তীর সব কর্মসূচি স্থগিত করেছে। তাই স্বাস্থ্যগত কারণেও বিষয়টির ওপর জোর দেওয়া হয়নি’ বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই বিশেষ সম্পাদক।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা আছে দুই যুগেরও বেশি সময় ধরে। তবে বিএনপির পক্ষ থেকে দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের সব চেষ্টা সত্ত্বেও সম্পর্কের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন। তাঁদের মতে, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে অসন্তুষ্ট করে ভারতীয় কূটনীতিকরা এখনি বিএনপির সঙ্গে সম্পর্ক স্পষ্ট করতে রাজি হচ্ছে না।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন বাংলাদেশ সফরে রয়েছেন। কিন্তু এবারে বিএনপির সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ নেই মোদির সফরসূচিতে। অন্যদিকে সূচিতে না থাকা সত্ত্বেও গতকাল দুপুরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে। সবটুকু খবর পড়তে এখানে ক্লীক করুন