২৫ মার্চ কালরাত স্বরণে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭১-এর ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি বাহিনীর হাতে নিহত অগণিত শহিদ ও মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার শান্তি কামনা করা হয় এই অনুষ্ঠানে।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী এই সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান।