চট্টগ্রামের দুঃখ লাঘবে নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে । অতীত কালে চট্টগ্রামের রাস্তাগুলোতে বর্ষাকালে পানি জমে থাকায় যান চলাচল ও জীবন যাপনে কষ্টের মুখে পড়তে হতো । বর্ষা এলেই শহর নদী কিংবা সাগরে রুপ নেয়।
জানা গেছে, ৩ ঠিকাদারী প্রতিষ্ঠান ২২টি সাব ঠিকাদারী প্রতিষ্ঠান এসব কাজ করছে। ৬টি সুইচ গেট ও ৫৩০ মিটার দূরত্ব খাল খনন করা হচ্ছে। ৩ মিটার প্রস্থ খাল গুলো। এসব কাজে ২৫০কোটি টাকা ব্যয় করা হচ্ছে।