সন্ত্রাস দমনে জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য পেলো ভারতীয় সেনাবাহিনী। (সোমবার ২২ মার্চ) শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় তিন জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার দুই সদস্য।
সংবাদ মাধ্যম ইন্ডিয়া ব্লুমসের বরাতে জানা যায়, কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, শোপিয়ানের বন্দুক যুদ্ধে লস্করের দুই জঙ্গি নিহত হয়েছে। এবং কাউন্টার এটাকে মোট তিন জঙ্গি নিহত হয়েছে।চলতি মাসেই শোপিয়ান জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি। মূলত, যুবকদের মগজধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার কাজ করত ওই জঙ্গি। শোপিয়ান জেলায় জইশের প্রধান ছিল সে। তার মৃত্যুতে সংগঠনটি বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে ১০ মার্চ জম্মু ও কাশ্মীরে নিকেশ হয় কুখ্যাত জঙ্গি সংগঠন ‘আল বদর’-এর প্রধান গানি খোয়াজা। উপত্যকায় একাধিক সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনটি।