ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাজারে এমকেটেক নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল হাসান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাটবাজারে এমকেটেক নামক স্থানে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আহত হন তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।