পটিয়া কাশিয়াইশ তৈয়্যবিয়া পেচুমিয়া সুন্নীয়া হেফজ ও এতিমখানার সালনা জলসা উপলক্ষে আয়োজিত ৫ম তম দস্তারে ফজিলত অনুষ্ঠান গত ১৯ মার্চ শুক্রবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ
ছগির চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল
ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নুর উদ্দিন। উদ্বোধক ছিলেন ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. হাশেম। প্রধান আলোচক ছিলেন জামিরজুরী রজভীয়া আজিজিয়া
সুন্নীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি মআহমদ হোসাইন আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন গোমদন্ডী ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল
আল-কাদেরী। অনুষ্ঠান সূচীতে দিনব্যাপী রয়েছে কেরাত, হমদ, নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। মিলাদ, কেয়াম আখেরী মুনাজাত শেষে তবারুক বিতরণ।