মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আখতারুজ্জান চৌধুরী বাবু জাতীয় শ্রেষ্ঠ পুরুস্কার স্বাধীনতা পদক লাভ, তাঁরই সুযোগ্য সন্তান ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জাতি সংঘ পদক ও লন্ডন ওয়ার্ল্ড বুকে রেকর্ড সংযোজন সত্যিই দেশ ও আমাদের জন্য দূর্লভ অর্জন। এই বিরল অর্জনকে কেন্দ্র করে তাঁদের কাজের বিপুল স্বীকৃতি, কাজের উৎসাহ ও অনুপ্রেরনার জন্য পজিটিভ আমাদের যা সম্ভব তা করা উচিত বলে মনে করি। তাদের এই অর্জনকে আরো বিকশিত ও বৃহত্তর পাঠক সমাজ ও সাধারনের কাছে তুলে ধরার জন্য সাপ্তাহিক পূর্ব বাংলা বিশেষ সংখ্যা প্রকাশ করার উদ্দ্যোগ নিয়েছে। এই আয়োজনে আমরা আপনার মতামত, লেখা, বিজ্ঞাপন ও পরামর্শ প্রত্যাশা করি। এম. আলী হোসেন সম্পাদক সাপ্তাহিক পূর্ব বাংলা (www.purbobangla.net)