একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে শুনানি শেষে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালতে অভিযোগ গঠন করা হয়।
এ সময় আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও বিচারক তা বাতিল করে দেন। আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে মামলা (সি.আর মামলা নম্বর: ২৭৩/২০১৯-রাঙ্গুনিয়া) দায়ের করেন। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলার শুনানি শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সৌজন্য ইত্তেফাক