পাক পঞ্জেতন নূর ও গাউছে মুখতার হযরত আল্লামা শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আল-আ’জমী (রহ.) এর ২১ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৯ মার্চ শুক্রবার পটিয়া মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফ প্রাঙ্গণে দরবারের সাজ্জাদানশীন, নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ ইয়াহিয়া আল্ মালেকী আল-জিলানী শাহ্ (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর খতমে বোখারী শরীফ, বাদে মাগরিব হামদ্ ও নাত, বাদে এশা হতে রাত ব্যাপী মাহফিল, জিকিরে বেলায়েত, আখেরী মুনাজাত শেষে তবারুক বিতরণ। উক্ত ওরশ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতকে উপস্থিত হওয়ার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে।