রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবী জানিয়েছে নেতাকর্মীরা। আজ ১৫ মার্চ সোমবার বিকেলে চট্টগ্রাম
মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিইউএমজে) কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবী জানানো হয়।
এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আহমদ মোস্তাফা পারভেজ। এ সময় সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদুল হক, ইমাম হোসেন চৌধুরী, এমরুল হাসান, ইউসুফ সাগর, মহসিন তালুকদার, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু তালেব, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন, মনসুর আলম, মো. পারভেজ, মো. দিদারুল আলম, লোকমান হাকিম, মাসুদ খোরশেদ, সাইফুল ইসলাম, জাবেদ বাহাদুর, আলম শাহ্, মাহবুব আলম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গত ১১ মার্চ ঘোষিত রাঙ্গুনিয়া উপজেলা, পৌরসভা ও রাঙ্গুনিয়া দক্ষিণ যুবদলের কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী নেতাদের সমম্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবী জানানো হয়।
যুবদলের ঘোষিত নতুন কমিটিতে গুরুত্বপুর্ণ পদ পাওয়া ব্যক্তিরা সামাজিক ভাবে অগ্রহণযোগ্য, চরিত্রহীন ও অধিকাংশ প্রবাসী। অর্থের বিনিময়ে যুবদলের কমিটিতে পদ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।