যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করেছে আয়ারল্যান্ড। আজ রবিবার (১৪ মার্চ) এক টুইট বার্তায় তথ্যটি জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনেলি। এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, এটি সরকারের সতর্কতামূলক পদক্ষেপ।
নরওয়েতে টিকা প্রয়োগের পর বয়স্কদের শরীরে রক্ত জমাট বাঁধার মতো গুরুত্বর ঘটনা ঘটার প্রেক্ষিতে এ পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছে আইরিশ জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটি (এনআইএসি)।
অবশ্য এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে ক্রমবর্ধমান রক্ত জমাট বাঁধার সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। এর আগে গত সপ্তাহে ডেনমার্ক, নরওয়ে ও ইতালিতে ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত করা হয়।