আজ ১১ মার্চ বৃহস্পতিবার বাদে মাগরিব হতে হাটহাজারী লালিয়ারহাট হামিদিয়া হোসাইনীয়া রাজ্জাকিয়া মাদ্রাসা ময়দানে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ উত্তর জেলার ব্যবস্থাপনায় জশনে ঈদে মি’রাজুন্নবী (দ.) সুন্নী কনফারেন্স খলিফায়ে দরবারে আ’লা হযরত তাজুশ শরীয়া আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্স কে সফল করে তোলার জন্য কমিটির সভাপতি হাজী মুহম্মদ তারেক আজিজ অনুরোধ জানিয়েছেন।