শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কোতোয়ালী জোনের প্রস্তুতি সভা ১০ মার্চ বাদে মাগরিব জোনের পরিচালক হুমায়ন কবির’র সভাপতি চেরাগী পাহাড়স্থ জোনের কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৩ মার্চ শনিবার প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বৃত্তির পরীক্ষা’১৯ এর সনদ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান’র ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। উপ-পরিচালক নুর রায়হান চৌধুরী’র পরিচালনায় সভায় সর্বসম্মতি ক্রমে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ আমির হোসের সোহেল, হাফেয সাঈদ, মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান প্রমূখ। সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দি ন্যাশনাল গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব কমর উদ্দির সবুর। উদ্ধোধক থাকবেন রাবেয়া বশর জণকল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা থাকবেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ’র চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী। এতে বক্তব্য রাখবেন শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও সাবেক-বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ। বৃত্তি প্রাপ্ত সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের (বিকাল ৩ টায়) যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়