জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এইটি ইন্দোনেশিয়ায় অবস্হিত। গতকাল বুধবার রাতে পশ্চিম জাভার সামদাং জেলায় একটি খাড়া গিরিখাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফেরার সময় বুধবার দিবাগত রাতে সামদাং জেলায় এ মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে বেঁচে যাওয়া আহতদের উদ্ধার করে।
কর্তৃপক্ষ জানায়, বাসটি রাস্তার পাশের ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এ সময় বাসটিতে মোট ৬৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে চালক, শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছেন। ৩৯ জন প্রাণে বেঁচে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।