নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে মান্দা উপজেলা কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঃ লতিফ তারিন।
মান্দা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুহাঃ সুজা উদ-দৌলা প্রামানিক বিপ্লব এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওহাব। এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোলা, মান্দা উপজেলা কৃষকলীগের সাধানর সম্পাদক এস এম গোলাম আজম সহ মান্দা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ ছাত্রলীগ,শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।