আগামীকাল ১১ মার্চ বৃহস্পতিবার নগরীর বলুয়ার দিঘীর পাড়স্থ খানকায়ে ক্বদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়াবিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয়
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মিরাজুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হবে। রাত ৯ টায় এশা’র নামাজের পর পবিত্র কোরআন মজিদ তেলোওয়াত, পবিত্র নাতে রাসূল (দ.), পবিত্র খতমে গাউছিয়া শরীফ এবং পবিত্র লাইলাতুল মিরাজুন্নবী (দ.) মহামান্বিত রজনীর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশবরেণ্য উলামায়ে কেরামগণ পবিত্র মিরাজুন্নবী (দ.) এর নফল নামায। এর পর রয়েছে সালাতু-সালাম বিশেষ মোনাজাত। রাত ২ টায় জামায়াতের তাহাজ্জুতের ১২ রাখাত নামাজ, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত এ সকল কর্মসূচিতে সকল পীর ভাই-বোন-ভক্ত-অনুরক্তদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য খানকায় শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।